শাহরুখ নন সালমানই প্রথম দীপিকাকে প্রস্তাব দেন

দীপিকা পাড়ুকোন ও সালমান খান

‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউড অভিষেক দীপিকা পাড়ুকোনের। ২০০৭ মুক্তি পাওয়া ফারাহ খানের ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান।

kalerkantho

অভিনয়ে আসার আগে মডেলিং করতেন দীপিকা

তবে শাহরুখ বা ফারাহ নন দীপিকাকে অভিনেত্রী হওয়ার প্রথম প্রস্তাব দেন আরেকজন। তিনি আর কেউ নন সালমান খান!

kalerkantho

ফিল্মফেয়ারের ফটোশুটে দীপিকা

সম্প্রতি নিজের নতুন ছবি ‌‘গেহরাইয়া’র মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিজেই জানান অভিনেত্রী, ‌‌‘আমাদের সম্পর্ক বরাবরই বেশ ভাল, এবং আমাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব।

সালমানই প্রথম আমার মধ্যে অভিনয় প্রতিভা দেখতে পান। যদিও এটা দুর্ভাগ্যের যে আমি সেই সময়ে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ’

kalerkantho

বলিউডে পনের বছর কাটালেও এখনও সালমানের সঙ্গে কাজ করা হয়নি দীপিকার

অভিষেকের পর বলিউডে পনের বছর কাটিয়েছেন দীপিকা। তবে দূর্ভাগ্য এতদিনেও সালমানের সঙ্গে ছবি করা হয়নি। তবে ছবির প্রচারে নিয়মিতই সালমানের শো ‘বিগ বস’-এ যান দীপিকা।

দুই তারকা তখন নেচে-গেয়ে পারফর্মও করেন। যা দেখে পর্দায় তাদের জুটি না দেখার কষ্ট কিছুটা হলেও ভুলতে পারে দর্শক।   

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY