বসবাসকারী নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলেছে ইউক্রেন

রাশিয়ায় বসবাসকারী নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। প্রায় তিরিশ লাখ ইউক্রেনীয় রাশিয়ায় বাস করে বলে মনে করা হয়। অনেকের পরিবারের সদস্যরা উভয় দেশে বসবাস করে।  

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার বলেছেন, তার দেশের নিরাপত্তা কোনো দরকষাকষির বিষয় নয়।

ইউক্রেন সীমান্তের দিকে আরো রুশ সেনা অগ্রসর হওয়ার খবরের মধ্যে তিনি এ কথা বললেন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ার কয়েকঘন্টা পর এক ভিডিও ভাষণে পুতিন উপরোক্ত কথা বলেন।

এদিকে ইউক্রেনে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। ইউক্রেন তার শক্তিশালী প্রতিবেশী রাশিয়ার সম্ভাব্য আক্রমণের জন্য সংরক্ষিত সেনাদের নিয়মিত সামরিক বাহিনীতে যুক্ত করছে।  

এদিকে যুক্তরাজ্য ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরও বেশি প্রতিরক্ষামূলক অস্ত্র এবং অ-প্রাণঘাতী সামরিক সহায়তা দেবে।  

সূত্র:বিবিসি

LEAVE A REPLY