ইউরোপে ‘বড় যুদ্ধের’ সতর্কতা ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনের সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ যান’ জমা করেছে। অন্য দেশের ভূখণ্ডে এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে।’ 

স্থানীয় সময় বুধবার গভীর রাতে যখন দেশটিতে জরুরি অবস্থা চালু হয় তখন টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছে। জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আলোচনার আমন্ত্রণে সাড়া দেননি।ইউক্রেন নেতা সতর্ক করে বলেন, যদি তারা আক্রমণ করে, যদি তারা আমাদের স্বাধীনতা, শিশুদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করে – আমরা নিজেদের রক্ষা করব।

ইউক্রেনের প্রেসিডেন্ট যোগ করেন, আমাদের কথা শুনুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ শান্তি চায়।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY