ছয় ভাষায় রাশিয়া-ইউক্রেন সংকট কাভার করলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংকটের দিকে চেয়ে রয়েছে গোটা বিশ্ব। সেখানকার সর্বশেষ খবর জানতে চাইছেন সবাই। আর সেই খবরই ছয়টি ভাষায় তুলে ধরলেন এক সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রিপোর্টিংয়ের ভিডিও।

সাংবাদিকের নাম ফিলিপ ক্রাউথার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে(এপি) আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি।ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও জার্মান ভাষায় রিপোর্টিং করেন ফিলিপ। সংবাদসংস্থাগুলো সাধারণত বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য চুক্তির ভিত্তিতে খবর সরবরাহ করে থাকে। ফলে আন্তর্জাতিক সংবাদসংস্থা হিসেবে বিভিন্ন ভাষায় রিপোর্টিংয়ের প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনই মিটিয়েছেন ফিলিপ।

২১ ফেব্রুয়ারি তার পোস্ট করা ছয় ভাষায় রিপোর্টিংয়ের ভিডিওতে ১.৮ কোটি ভিউ হয়েছে।

ফিলিপের বাবা ব্রিটিশ ও মা জার্মান। ফলে এই দুটি ভাষায় তিনি শুরু থেকেই দক্ষ। আপাতত তিনি ফ্রান্স ২৪-এর জন্য হোয়াইট হাউজ রিপ্রেজেন্টিটিভ।

আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ছয়টি ভাষায় রিপোর্টিংয়ের জন্য বেশ নামজাদা সাংবাদিক তিনি। পেয়েছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতিও।

LEAVE A REPLY