জাভির চোখে সব ম্যাচই ফাইনাল

জাভি হার্নান্দেস। ছবি : গেটি

ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলতি মৌসুম পার করছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে খেলতে হচ্ছে ইউরোপা লিগে। লা লিগাতেও ভালো অবস্থানে নেই জাভি হার্নান্দেসের দল। তবে সবকিছু পিছনে বার্সেলোনার লক্ষ্য এখন ইউরোপা লিগের বাছাইপর্ব পার করা।

ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোল ড্র করেছে জাভির দল। শেষ ষোলোতে নাম লেখাতে দ্বিতীয় লেগে তাই জয় ছাড়া বিকল্প কিছু নেই বার্সেলোনার সামনে।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস মনে করছেন এখন প্রতিটা ম্যাচই ফাইনাল। নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘প্রতিটি ম্যাচই একটি ফাইনাল এবং আরও বেশি কিছু। বার্সেলোনা দুর্দান্ত ছিল যখন খেলার বিশেষ ধরণ ছিল এবং আমরা সেটা কিছুটা হারিয়েছি। আমরা এটা পুনরুদ্ধার করার পথে আছি। ‘

‘আমাদের তাদের মাঠে খেলতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটা তাদের দেখাতে হবে। আমি মনে করি তারা আমাদের উপর উচ্চ চাপ সৃষ্টি করবে, প্রতিপক্ষের অর্ধে খেলা কঠিন হবে কারণ তারা শারীরিকভাবে খুব শক্তিশালী। ‘

জাভি অকপটে স্বীকার করেছেন ইউরোপা লিগের এই পর্যায় থেকে বিদায় নেওয়া বড় হতাশাজনক হবে, ‘আমরা যদি বিদায় নেই তবে এটা বড় হতাশার হবে। তবে আমরা আশাবাদী। প্রথম লেগে আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং এখন আমাদের এখানে খেলতে হবে। আমরা যদি বার্সেলোনার পর্যায়ে থাকি তবে ভাল সুযোগ দেখছি। ‘

আজ রাত দুইটায় স্তাদিও দি আরমানদো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হবে নাপোলি ও বার্সেলোনা।

LEAVE A REPLY