বড় পর্দায় ফিরছে সঞ্জয়-রাভিনা জুটি

সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন

একসঙ্গে জুটি বেঁধে ‘আতিশ’, ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’র মতো ছবি উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের নস্টালজিক সেই জুটি এবার ফের ফিরছে বড় পর্দায়।  

বিনয় গান্ধী পরিচালিত ‘ঘুড়চড়ি’ সিনেমায় অভিনয় করবেন দুই তারকা। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক টিভি তারকা পার্থ সামথানের।

তাঁর বিপরীতে দেখা যাবে গুলশন কুমারের মেয়ে কুশালি কুমারকে।

kalerkantho

একসঙ্গে জুটি হয়ে অনেক হিট ছবি উপহার দিয়েছেন সঞ্জয় ও রাভিনা

বুধবার থেকেই ছবির শুটিং শুরু হয়েছে।  

‘কেজিএফ ২’ সিনেমাতেও অভিনয় করেছেন সঞ্জয় ও রাভিনা ট্যান্ডন।   তবে সে ছবিতে দুজন জুটি নন।

kalerkantho

পর্দার বাইরেও ভালো বন্ধু দুজন

আধিরার ভূমিকায় রয়েছেন সঞ্জয়। আর রাভিনাকে দেখা যাবে প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এটা ছাড়াও সামনে সঞ্জয়ের আগামী ছবির তালিকায় রয়েছে ‘পৃথ্বীরাজ’, ‘শামশেরা’।  

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রাভিনার প্রথম ওয়েব সিরিজ ‘আরণ্যক’।  

সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY