বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ থেকে ৮ মার্চ এবং ১৩-১৫ মার্চ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিংয়ে অংশগ্রহণ করতে হবে।
কেবল কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।