ইউক্রেনে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া

বহুল উত্তেজনার পর ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সেনা অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখার পর বৃহস্পতিবার দেশটিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পুতিনের ভাষণ প্রচারের কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। হামলায় ইউক্রেনের নাগরিকদের হতাহত হওয়ার খবর এসেছে, তবে এই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে, হামলা প্রতিহত করতে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইউক্রেনও। দেশব্যাপী মার্শাল ল জারি করে ইউক্রেনের প্রেসিডেন্ট নাগরিকদের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে কোনোভাবেই হোক ইউক্রেনের জয় হবে বলে জাতির উদ্দেশে ভাষণে বলেছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট।

LEAVE A REPLY