বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৪ সদস্য আটক

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৪ সদস্য আটক করেছে। বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা বিভাগের দুটি টিম কামারখন্দ উপজেলার মাহমুদকোলা ও ঝাইল ওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, এক রাউন্ড গুলি, ৮০ গ্রাম হেরোইন ও চারটি বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন-চৌহালী থানার চৌবাড়ীয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে সবুজ মিয়া (২৬), বগুড়ার কাহালু থানার শীলকহর তেতুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে হৃদয় হাসান রাজু (২৪), আদমদীঘি থানার আব্দুল গফুর আকন্দের ছেলে গোলাম রব্বানী ওরফে সাগর হোসেন (২৬) ও চৌহালী থানার রেহাই পুকুরিয়ার গ্রামের লিটন মিয়ার ছেলে মারুফ উদ্দিন (২৭)।

বিকেলে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম জানান, সম্প্রতি কামারখন্দ উপজেলাসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের আবাসিক ও বাণিজ্যিক মিটার চুরি হচ্ছিল। চোরচক্র মিটারটি চুরির পর ওই স্থানে কাগজের টুকরায় বিকাশ নম্বর লিখে রাখত। পরে মিটার মালিক চোরচক্রের চাহিদা মতো বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তাদের মিটার ফেরত দিতো।

তিনি আরও জানান, চোরচক্রটি দিনের বেলায় নির্দিষ্ট এলাকায় গিয়ে মিটারগুলো রেকি করত। গভীর রাতে মিটারগুলো খুলে কাগজের টুকরায় বিকাশের নম্বর লিখে ঝুলিয়ে রাখতো এবং ঘটনাস্থলের আশপাশে মিটারগুলো লুকিয়ে রেখে দিতো। পরে টাকা পেলে মিটারের লোকেশন জানিয়ে দিতো। বেশ কিছুদিন যাবৎ এমন ঘটনা ঘটছে। এ অবস্থায় চোরচক্রকে শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ মাঠে নামে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY