পঞ্চম ম্যাচে এসে জয়ের খরা কাটাল মুক্তিযোদ্ধা

অবশেষে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। আজ শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে তারা। লিগের একমাত্র জয়ে পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে এক জয়, তিন হার ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে নবমস্থানে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

গোপালগঞ্জে প্রথমার্ধে গোলশূন্য সমতায় থাকে ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে নাটকীয়তার জন্ম দেয় দুই দল। ৫৪ মিনিটে নেদো তুর্কোভিচের গোলে এগিয়ে যায় স্বাধীনতা। ৮০ মিনিটে স্বাধীনতার ডিফেন্ডার হাসান মুরাদ নিজেদের জালেই বল পাঠিয়ে মুক্তিযোদ্ধাকে ম্যাচে ফিরিয়ে আনেন। এর তিন মিনিট বাদেই জাপানিজ ফরোয়ার্ড তেতসুয়াকি মিসাওয়ার গোলে স্বস্তির জয় পায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ।

পঞ্চম রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস, ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। এরপরের তিন অবস্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

দুই দিন বিরতি দিয়ে ২৮ ফেব্রুয়ারি শুরু হবে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। বিকাল তিনটায় কিংস অ্যারেনায় মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। একই সময়ে কুমিল্লায় লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

LEAVE A REPLY