ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা প্রতিপক্ষ তুরস্কের ক্লাব গালাতাসারাই। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে তুলনামূলক সহজ দলই পেল জাভি হের্নান্দেসের দল। আগামী ১০ই মার্চ ন্যু ক্যাম্পে হবে প্রথম লেগ। ১৭ই মার্চ ইস্তানবুলে ফিরতি লেগ।
তুরস্কের ক্লাবটির বিপক্ষে আট ম্যাচের পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা, হার একটি এবং ড্র করেছে দুটি।
শুক্রবার বিকেলে সুইজারল্যান্ডের নিওনে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। উয়েফা ইউরোপা লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া মুখোমুখি হবে ইংলিশ দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। স্কটিশ ক্লাব রেঞ্জার্স মুখোমুখি হবে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলফ্রেডের। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের প্রতিপক্ষ জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। আরেক জার্মান ক্লাব আরবি লেইপজিগ পেয়েছে রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোকে। ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব ব্রাগা। আরেক পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনকে। ইতালিয়ান ক্লাব আতালান্তার প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন।
শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ ই মার্চ। ফিরতি লেগের সব ম্যাচ হবে ১৭ মার্চ