আমি জায়গা আঁকড়ে থাকি না : বিরাট কোহলি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর ওয়ানডেতে নেতৃত্ব হারান ও টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন। তবে সবাইকে বেশ অবাক করেছে আইপিএল দল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব থেকে কোহলির সরে দাঁড়ানো। কিন্তু কেন তার প্রিয় ব্যাঙ্গালোরকে নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি?

ব্যাঙ্গালোরের একটি পডকাস্ট অনুষ্ঠানে কোহলি বলেছেন, নিজের পরিশ্রমের মাত্রার উপরে নজর দিতে আর নিজের জন্য কিছুটা সময় বের করতেই তিনি এই সিদ্ধান্ত নেন।

কোহলির কথায়, ‘আমি এমন একজন মানুষ যে প্রয়োজনের থেকে বেশি সময় কোনো কিছু আঁকড়ে ধরে থাকি না। এমনকি যদি বুঝিও যে আমার আরও কিছু দেওয়ার ক্ষমতা আছে, তাহলেও সিদ্ধান্ত বদলাই না। যদি দেখি কোনো ব্যাপার উপভোগ করছি না, তাহলে সেটা আঁকড়ে থাকার কোনো মানেই হয় না। আমি সে কাজটা করি না। ‘

কোহলি মনে করেন, সাধারণ লোকের পক্ষে বোঝা খুব কঠিন কেন একজন ক্রিকেটার এমন সিদ্ধান্ত নেন, ‘আপনি কেন একটা বিশেষ সিদ্ধান্ত নিলেন, সেটা বাইরে থেকে বোঝা খুব কঠিন। একমাত্র আপনার জায়গায় থাকলেই সে বুঝতে পারবে। বাইরে থেকে দেখে অনেকেই বলে থাকে, “সে কীভাবে এমন একটা সিদ্ধান্ত নিল! আমরা বিশাল ধাক্কা খেয়েছি। ” আসলে বাইরে থেকে দেখে লোকের একটা আলাদা প্রত্যাশা তৈরি হয়ে যায়। আমি সবাইকে বলেছি, কারও অবাক হওয়ার কিছু নেই। কারও ধাক্কা খাওয়ারও কিছু নেই। ‘

LEAVE A REPLY