ভক্তদের নিরাপত্তার জন্য আবারও কনসার্ট বন্ধ করলেন বিলি

যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা বিলি আইলিশ আবারও ভক্তদের নিরাপত্তার স্বার্থে আবারও নিজের কনসার্ট বন্ধ করেছেন। গত রবিবার নিউ ইয়র্কসিটিতে কনসার্টের সময় অনেকে শ্রোতা উত্তেজিত হয়ে পড়লে তিনি গান থামিয়ে দেন। 

গান থামিয়ে গ্র্যামিজয়ী এই গায়িকা অনুরোধ করেন, ‘যদি আপনারা বসতে চান, অবশ্যই বসতে পারেন। বসুন, একটু শ্বাস নিন।’ এর আগেও চলতি মাসের ৫ তারিখে অনুষ্ঠিত যুক্তরাজ্যের জর্জিয়া অঙ্গরাজ্যে তার এক কনসার্টে হঠাৎ এক ভক্তের শ্বাসকষ্ট শুরু হয়। 

বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে নিজের গান থামিয়ে ভক্তের জন্য ইনহেলারের ব্যবস্থা করেন। পাশাপাশি ওই ভক্ত পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত গান বন্ধ রাখেন। ভক্তের জন্য এমন ভূমিকা রাখায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন বিলি আইলিশ। 

ভক্তদের জন্য এমন ভূমিকা রাখার দু’টি ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আগের বারের মতো, এবারও প্রশংসিত হচ্ছেন বিলি।

সূত্র : ইন্ডিপেনডেন্ট

বিডি প্রতিদিন

LEAVE A REPLY