অজিতের ‘ভালিমাই’-এর কাছে পাত্তাই পেল না আলিয়ার ‘গাঙ্গুবাঈ’

ঘোষণার তিন বছর পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার মুক্তি পায়  তামিল মেগাস্টার অজিত কুমারের সিনেমা ‘ভালিমাই’। প্রায় তিন বছর পর ফিরেই বাজিমাত করলেন এই সুপারস্টার। বক্স অফিসের হিসাবে প্রতিযোগিতার দৌড়ে সঞ্জয়লীলা বানশালির বহুল আলোচিত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ পেছনে পড়ে গেছে অজিতের এই নতুন ছবির কাছে।

ভারতীয় গণমাধ্যমি হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামার তথ্যমতে, মুক্তির তিনদিনে বক্স অফিসে ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে ‘ভালিমাই’। ২৪ ফেব্রুয়ারি মুক্তির পর প্রথম দিনেই ৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। অন্যদিকে, বানশালির গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি মুক্তির প্রথমদিনে আয় করে ১০ কোটি ৫০ লাখ রুপি। দু’দিনে সবমিলিয়ে ছবিটির আয় ২৩ কোটি রুপির বেশি।ভারতীয় গণমাধ্যম বলছে, ‘ভালিমাই’-এর সঙ্গে একই দিন মুক্তি পাওয়া গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি করোনা পরিস্থিতি মাথায় রেখে প্রথম দিন ছবির ব্যবসা মন্দ নয়। কিন্তু সেটা তো ‘ভালিমাই’-এর চেয়ে অনেক কম। সমালোচকরা এর মধ্যেই ছবিতে আলিয়ার অভিনয় তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলে রায় দিয়েছেন। দক্ষিণ ভারতের ছবির তুলনায় আলিয়ার ছবির ব্যবসা কয়েক গুণ কম- এমন খবর শুনে অভিনেত্রীকে খোঁচা দেওয়ার সুযোগ নিতে ছাড়েননি কঙ্গনা রানাওয়াত।

এক ইনস্টাগ্রাম পোস্টে আলিয়াকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘বেবির হাত ধরে আমাদের প্রেক্ষাগৃহ খুলেছে। ’ উল্লেখ্য, আলিয়া ভাটকে ‘বেবি গার্ল’ বলে ডাকেন তাঁর মেন্টার করণ জোহর। উল্লেখ্য, আলিয়া ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ রহিম লালার ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। 

LEAVE A REPLY