‘আজ থেকে চিকিৎসাসেবা পাবেন শিল্পীরা’ : ঊর্মিলা শ্রাবন্তী কর

ঊর্মিলা শ্রাবন্তী কর+

এ সময়ের তিনটি ধারাবাহিকের অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘আরশিনগর’। ঊর্মিলার কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন

‘আরশিনগর’-এ আপনার চরিত্রটা কেমন?
এই ধারাবাহিকে আমার সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, সাজু খাদেম। আমি এখানে গ্রামের এক গৃহবধূ।

স্বামীর দেখাশোনা, সংসার ধর্ম পালন, এর-ওর সঙ্গে ঝগড়া করা, আবার আহ্লাদে আটখানা হওয়া—এসবই করতে হয়েছে আমাকে।

আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, সাজু খাদেম—এই তিন অভিনেতার মধ্যে কার সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
তাঁদের প্রত্যেকেই আমার খুব পছন্দের।
তিনজনের সঙ্গেই সমানতালে অভিনয় করেছি। আমি এমনই, এই যে ভালোবাসা দিবসের নাটকে রাশেদ সীমান্তর সঙ্গে অভিনয় করলাম। তাঁর সঙ্গে এটা দ্বিতীয় নাটক, এতেই উনি আমার বন্ধু হয়ে গেছেন।

সম্প্রতি আর কী কী করলেন?
রাশেদ সীমান্তের সঙ্গে করা নাটকটির নাম ‘সেকেন্ড হানিমুন’, সজল ভাইয়ের সঙ্গে করলাম ‘বৃষ্টি বন্দনা’, ‘এখানে জামাই ভাড়া দেওয়া হয়’ করলাম আনিসুর রহমান মিলন ভাইয়ের সঙ্গে। সজল ভাইয়ের সঙ্গে আরেকটি নাটক করেছি, ‘ভালোবাসার মায়াজাল’।

‘আরশিনগর’ ছাড়াও আরো দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে—আরটিভিতে ‘শান্তি মলম ১০ টাকা’ ও বৈশাখীতে ‘দৌড়—দ্য ট্রেন্ডি’। প্রচারের অপেক্ষায় রয়েছে আরো চারটি ধারাবাহিক নাটক—‘পাল্টা হাওয়া’, ‘উগান্ডাপুর’, ‘শুক্লপক্ষের চাঁদ’ ও ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’।

kalerkantho

চিকিৎসা পরামর্শ দিচ্ছেন অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ

অভিনয়ের বাইরে আর কী করছেন?
বেশ কয়েকটি ভালো কাজ করেছি। এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে শিল্পীদের চিকিৎসাসেবা কার্যক্রম। অভিনয়শিল্পী ডা. এজাজ ভাই আজ থেকে শিল্পীদের চিকিৎসাসেবা দেবেন।

প্রতি মাসের ১ তারিখে এজাজ ভাই শিল্পীদের কার কী স্বাস্থ্যবিষয়ক সহায়তা প্রয়োজন, সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন। একইভাবে শিল্পীদের আইনি সুবিধা দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছি, দেখি কী হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপকমিটিতেও আমি আছি, আগামী ১১ মার্চ পূর্বাচলে নারী দিবসের একটি অনুষ্ঠান করছি, সেটা নিয়েও ব্যস্ত্ততা আছে। এই হলো অভিনয়ের বাইরের ব্যস্ত্ততা। এ ছাড়া আমার অসুস্থ মাকে নিয়েও এক ধরনের ব্যস্ত্ততা রয়েছে।

কী হয়েছে আপনার মায়ের?
আমার মা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। তাঁকে দেখাশোনা করা, চিকিৎসা দেওয়া এসব নিয়ে একটা বড় সময় কেটে যায়। মায়ের জন্য প্রার্থনা করবেন সবাই।

LEAVE A REPLY