ফাইল ছবি
স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। এবার পালা টি-টোয়েন্টির। আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই সিরিজের টিকিট পাওয়া যাবে বুধবার থেকে।
আগামী ৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ। চট্টগ্রামের মতো ঢাকার মাঠেও থাকবে দর্শকের উপস্থিতি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে বিসিবি। জানানো হয়েছে, ৫ ধরনের টিকিট ছাড়া হবে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। দ্বিতীয় ম্যাচের টিকিটও পাওয়া যাবে খেলার দিন ও আগের দিনে। ৫ ক্যাটাগরির টিকিট হলোঃ গ্র্যান্ড স্ট্যান্ড -১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড – ৫০০ টাকা, ক্লাব হাউজ – ৩০০ টাকা, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি – ১০০ টাকা।