যারা ধর্ম নিয়ে আক্রমণ করে তারা প্রকৃত ক্রিকেটপ্রেমী নয় : শামি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচের পর সোশ্যাল সাইটে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ধর্মীয় আক্রমণ করে বসে এক শ্রেণির ক্রিকেট দর্শক। ওই সময় শামির পাশে দাঁড়ান শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, লক্ষ্মণের মতো সাবেক ক্রিকেটার থেকে তখনকার অধিনায়ক বিরাট কোহলিও। সেই বিতর্ক নিয়ে শামি এবার মুখ খুললেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে  মোহাম্মদ শামি বলেন, ‘এমন চিন্তা-ভাবনার আসলে কোনো প্রতিকার নেই। যারা (ধর্ম নিয়ে) ট্রোল করে, তারা কখনোই প্রকৃত ক্রিকেট ভক্ত হতে পারে না। ভারতীয় তো নয়ই। প্রথমে আপনি একজন ক্রিকেটারকে হিরো মনে  করবেন, তারপর তার সঙ্গে এ রকম ব্যবহার করলে আপনি কোনোভাবেই একজন প্রকৃত ভারতীয় ক্রিকেট সমর্থক হতে পারেন না। আমরা কী, সেটা আমরা ভালো করেই জানি। আমরা দেশের জন্য খেলি, ভারতের জন্য লড়াই করি। নতুন করে কিছু প্রমাণের নেই।  ‘

ভারতের এই তারকা পেসার আরো বলেন, ‘আমার মাথায় স্রেফ একটাই বিষয় ঘুরপাক খাচ্ছিল, যদি কাউকে নিজের আদর্শ মনে করি, তাকে কখনোই খারাপ কথা বলব না। যদি কেউ আমাকে খারাপ কথা বলে থাকে, সে আমার তো বটেই ভারতীয় দলেরও সমর্থক হতে পারে না। এটা আসলে মানুষের অশিক্ষার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় যখন কেউ ভুল মন্তব্য করে, তাদের আসলে হারানোর কিছুই থাকে না। কারণ তাদের তো কেউ চেনেই না। আর আমরা যারা সেলেব্রিটি, তারা যদি তাদের কথার প্রতিক্রিয়া দিই, তাদের অযথা গুরুত্ব দেওয়া হবে। ‘

LEAVE A REPLY