যুদ্ধ নয়, শান্তি চাই : রোনালদো

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন সংগঠন ও সংস্থাও বয়কট করছে রাশিয়াকে। এরই মধ্যে রাশিয়া জাতীয় দল ও সেদেশের সকল ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

বিজ্ঞাপনইউক্রেনের এই সংকট ভাবাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

ইনস্টাগ্রাম স্টোরিতে সিআরসেভেন লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয়, শান্তি চাই। ’ রোনালদোর ইনস্টাগ্রামে ৪০ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। বিশ্বের জনপ্রিয় ক্রীড়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান তিনি। তাই সেখানেই শান্তির বার্তা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী এই তারকা।

রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাউটেড এরই মধ্যেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এ্যারোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ চুক্তিও বাতিল করেছে ক্লাবটি। বিবৃতিতে ম্যানইউ জানিয়েছিল, ‘ইউক্রেনের ঘটনার আলোকে, আমরা এ্যারোফ্লটের সঙ্গে স্পন্সরশিপ বাতিল করেছি। আমরা বিশ্বজুড়ে আমাদের অনুরাগীদের উদ্বেগ ভাগাভাগি করি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সহানুভূতি জানাই। ’

LEAVE A REPLY