বিপুল পুরস্কার দিয়েও পিএসএলের রেকর্ড আয়

লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। অংশগ্রহণকারী এবং চ্যম্পিয়ন দলসহ টুর্নামেন্টের সেরা পারফরমারদের মোটা অঙ্কের পুরস্কারও দেওয়া হয়েছে। টুর্নামেন্ট শেষে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, এবারের আসরে রেকর্ড আয় করেছে পিএসএল।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে এবারের আসর দারুণ সফল।

কারণ আমরা প্রতি ম্যাচেই অসাধারণ দর্শকের দেখা পেয়েছি, লাহোর ও করাচি দুই মাঠেই। আমি আমার পেশাদারি জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে। এবার পিএসএলের লাভ বেড়ে ৭১ শতাংশ হয়েছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। ‘

বিস্তারিত ব্যাখ্যা করে রমিজ বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯০ কোটি পাকিস্তানি রুপি দেওয়া হয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি পায়নি। টুর্নামেন্টের প্রথম বল মাঠে গড়ানোর আগেই সবগুলো দলকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগামীতে আমরা শুধু লাহোর আর করাচি নয়, মুলতান ও পেশোয়ারেও ম্যাচ আয়োজন করব। তখনই বিশ্ব দেখবে, পিএসএলের আসল ম্যাজিক। আশা করি প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে পিএসএল আয়োজন করতে পারব। ‘

LEAVE A REPLY