৫০০০ মাইল পাড়ি দিয়ে ইউক্রেনে, যুদ্ধ করতে চান কৌতুক অভিনেতা

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। অ্যান্থনি ওয়াকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং কৌতুক অভিনেতা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ট্রোল থেকে শুরু করে কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভে বেশ পরিচিতি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষাধিক ফলোয়ার রয়েছে।

এবার কানাডার এই নাগরিক পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে গেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন। ইউক্রেন তার দেশের হয়ে লড়াইয়ের জন্য বিদেশিদের প্রতি যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে সাড়া দিয়েই তিনি সেখানে গেছেন। তাঁর মতো আরো অনেকেই এভাবে ইউক্রেনের আহ্বানে সাড়া দিচ্ছেন।

পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইউক্রেন সীমান্ত থেকে ২৯ বছর বয়সী ওয়াকার বলেছেন, টেলিভিশনে ইউক্রেনে হামলার দৃশ্য দেখে যুদ্ধে অংশ নেওয়ার বাসনা জেগেছে।

তিনি বলেছেন, ‘আমি ও আমার স্ত্রী ইউক্রেনের খবর, ছবি ও ভিডিও দেখছিলাম। তার মধ্যে কোনোটাই ভালো (খবর) ছিল না। আমি নিজের ব্যাপারে ভাবলাম। এটা যদি কানাডায় হতো, আমরা কাউকে সাহায্য করতে চাইতাম। ‘

তিনি আরো বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইউক্রেনীয় নই। আমি মানুষ। আমি মনে করি, এখানে আসার জন্য এটাই যথেষ্ট। ‘

ওয়াকারের সামরিক কোনো অভিজ্ঞতা নেই। এমনকি তিনি বলেছেন, হিমোফিলিয়ার কারণে তিন বছর আগে তাঁকে চিকিৎসাগতভাবে অযোগ্য বলে গণ্য করা হয়েছিল এবং কানাডিয়ান সশস্ত্র বাহিনী থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল।

তবে তিনি বেশ কিছু বিষয়ে পারদর্শী। কানাডার বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং বিষয়ে জ্ঞান লাভ করেছেন তিনি। ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন মালামাল ট্রাকের মাধ্যমে স্থানান্তরে তিনি সাহায্য করতে চান।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY