ইউক্রেনে রুশ হামলার ষষ্ঠ দিন: সর্বশেষ পরিস্থিতি

খারকিভে চলছে ধ্বংসযজ্ঞ। ছবি: এএফপিঅ-

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে রাশিয়ার সর্বাত্মক হামলা। আজ হামলার পঞ্চম দিন। সর্বশেষ পরিস্থিতি:

► যুদ্ধের অবসানের আহবান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য মার্কিন নীতি দায়ী। আয়াতুল্লাহ আলী খামেনি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘ইউক্রেন সংকটের মূল কারণ হলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের নীতি।

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা সংকট সৃষ্টিকারী। আমার মতে, আজ ইউক্রেনও এই ধরনের নীতির শিকার। আজকের ইউক্রেনের পরিস্থিতিও মার্কিন নীতির সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই পর্যায়ে টেনে নিয়ে গেছে। ‘

► ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মঙ্গলবার খারকিভে রাশিয়ার গোলাবর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন মস্কোর সেনাবাহিনীর হাত থেকে রাজধানীকে রক্ষা করা তার শীর্ষ অগ্রাধিকার।  

একই সঙ্গে ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, খারকিভে বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে। জোসেপ বোরেল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ফোনালাপের পরে বলেন, খারকিভে বেসামরিক অবকাঠামোতে গোলাবর্ষণ যুদ্ধের আইন লঙ্ঘন করে। এই নাটকীয় মুহুর্তে ইইউ ইউক্রেনের পাশে অটল রয়েছে। ‘

► ফ্রান্স মঙ্গলবার বলেছে, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির পতন ঘটাবে। ফ্রান্স, ইইউ এবং পশ্চিমা অন্য দেশগুলো রাশিয়ার ওপর নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করার এক দিন পরে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার ফ্রান্সইনফো দেশটির গণমাধ্যমকে বলেন, ‌’আমরা রাশিয়ার অর্থনীতির পতন ঘটাব। আমরা রাশিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ অর্থনৈতিক ও আর্থিক যুদ্ধ চালাচ্ছি। ‘

► যুক্তরাজ্য মঙ্গলবার সতর্ক করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনে হামলায় অংশ নেওয়া কমান্ডারেরা যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন। কারণ নির্বিচারে গোলা বর্ষণের কারণে বেসামরিক লোক নিহত হচ্ছে।  

যুক্তরাজ্যের আইনমন্ত্রী ডমিনিক রাব স্কাই নিউজকে বলেন, ‘আমরা পুতিন এবং ইউক্রেনের মাটিতে আক্রমণ করা মস্কোর কমান্ডারদের কাছেও স্পষ্ট করছি যে, যুদ্ধের আইন লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি করা হবে। ‘

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর জানিয়েছেন, ইউক্রেনে চলতে থাকা রুশ হামলাকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা হবে। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে ধারণা তৈরি হওয়ার যৌক্তিকতা রয়েছে।

► রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের কেন্দ্রস্থলে সরকারি সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে।

► স্যাটেলাইটে ছবিগুলোতে দেখা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের ঠিক উত্তরে একটি বিশাল সামরিক বহর রয়েছে।

► রাশিয়ার কামান হামলায় গত রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় ৭০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের একজন কর্মকর্তা।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিতস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন।
ঝিভিতস্কি টেলিগ্রামে এক পোস্ট লিখেছেন, বহু মানুষ মারা গেছে। বর্তমানে মৃত অন্তত ৭০ জন ইউক্রেনীয় সেনার শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।

► রাশিয়ার বাহিনী মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছের দক্ষিণের শহর খেরসনে পৌঁছেছে এবং শহরটির উপকণ্ঠে তল্লাশিচৌকি স্থাপন করেছে। ওই শহরের মেয়র এ কথা জানিয়েছেন। দুই দিন আগে মস্কো ওই শহরটি ঘেরাও করেছে বলে দাবি করেছিল।

► কৌশলগত কৃষ্ণসাগরীয় বন্দর শহর মারিউপোল রাশিয়ার আক্রমণের পর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

► ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিওলিংকের মাধ্যমে আজ মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেবেন। এর আগে সোমবার ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ইইউর সদস্যপদ দেওয়ার জন্য আহবান জানান জেলেনস্কি

► ডেনমার্কের বৃহৎ শিপিং কোম্পানি মারস্ক বলেছে, তারা রাশিয়ায় অপ্রয়োজনীয় পণ্য পরিবহন বন্ধ করবে।

► জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, গত পাঁচ দিনে প্রায় পাঁচ লাখ ২০ হাজার মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে।

► ইউক্রেন ও রাশিয়ার আলোচকেরা কোনো অগ্রগতি ছাড়াই প্রথম দফা আলোচনা শেষ করেছে। উভয় পক্ষই শিগগিরই দ্বিতীয় দফায় আলোচনা করতে সম্মত হয়েছে।

► খারকিভে গোলাবর্ষণে একটি স্কুল ধ্বংস হয়েছে। খারকিভের মেয়রের মতে, শহরটিতে অন্তত ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

► রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। মঙ্গলবার সকালের এই হামলাটি শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইউক্রেইনের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে দেখা গেছে।

► সুইডেনের পরে নরওয়ে এবং ফিনল্যান্ডও সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পাঠানোর ব্যাপারে। সোমবার দেশগুলোর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।   
দিনের প্রথম ভাগে সুইডিশ পার্লামেন্টে সরকারের প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠের ভোটে তা পাস হয়। এরপর দিনের অপরাহ্ণে পর্যায়ক্রমে নরওয়ে এবং ফিনল্যান্ডের পার্লামেন্টেও একই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠের ভোটে পাস হয়।

► রাশিয়ার কামান হামলায় গত রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় ৭০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের একজন কর্মকর্তা।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিতস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন।
ঝিভিতস্কি টেলিগ্রামে এক পোস্ট লিখেছেন, বহু মানুষ মারা গেছে।

► জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ’র প্রধান ‘ব্যাপক উদ্বেগ’  প্রকাশ করে বলেছেন, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ার কাছাকাছি কর্মকাণ্ড পরিচালনা করছে।

► রাশিয়াকে ২০২২ বিশ্বকাপ থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি দেশটির দলগুলোকে ‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY