রাখী সাওয়ান্তকে প্রকাশ্যেই হুমকি দিলেন তার সাবেক স্বামী রিতেশ। কোনও রিয়ালিটি শো’তে যদি রাখীর সঙ্গে তার দেখা হয় তবে রাখীকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তাঁর। রাখীও ছেড়ে দিলেন না। সাবেক স্বামীকে পাল্টা জবার দিলেন তিনিও।
রাখীর একটি ছবি পোস্ট করে রিতেশ লেখেন, রাখী খুব সোজা এক সাজেশন দিচ্ছি আপনাকে। প্রার্থনা করো কোনও গেম শো’তে যেন আমার সামনে না আসতে হয় তোমায়। নয়তো তোমার এমন ব্যান্ড বাজাব যে ভবিষ্যতে আর কোনও রিয়ালিটি শো’য়ে যাওয়ার সাহসই হবে না তোমার।এখানেই শেষ নয়। রীতিমতো ধমক দিয়ে তিনি আরও লেখেন, বিগবস ১৫ এর ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর কী হাল করেছিলাম মনে আছে। সেটি মাথায় রেখ।
পাল্টা রাখীও রিতেশের কমেন্ট বক্সে লেখেন, তোমার এই সব নাটক বন্ধ করো, আর আমার ছবি ব্যবহার কোরো না।
এদিকে, প্রকাশ্যেই রাখীকে এভাবে হুমকি দেওয়ায় বেজায় চটেছেন তাঁর ভক্তরা। রিতেশের উদ্দেশে লিখেছেন, রাখীর স্বামী ছিলে বলেই তোমাকে আমরা চিনতাম। রাখীকে ছাড়া তোমার অস্তিত্বই বা কী?
বিডি-প্রতিদিন