ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে রাশিয়ার হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
দেশটির জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, টিভি টাওয়ারে রুশ হামলায় বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং ‘বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।’
ক্রমশই কিয়েভের দিকে এগিয়ে আসছে রাশিয়ার বিশাল এক সামরিক বহর। উপগ্রহ চিত্র বলছে বহরটি কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে। পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এতে জ্বলছে খারকিভের কেন্দ্রস্থল।
সূত্র: রয়টার্স