ইউক্রেন সীমান্তে দ্বিগুণ সৈন্য মোতায়েনের ঘোষণা বেলারুশের

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। এক যোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।এদিকে, ইউক্রেনে রুশ বাহিনীর সাথে নিজেদের সৈন্য যোগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দিলেও নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় দ্বিগুণ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

তিনি বলেছেন, সীমান্তে পাঁচটি কৌশলগত ব্যাটালিয়ন গ্রুপ মোতায়েন ছিল। আগামী দুই দিনের মধ্যে সেখানে আরও সৈন্য মোতায়েন করে এই গ্রুপের সংখ্যা দশ করা হবে।”

“এগুলেঅ উচ্চ প্রশিক্ষিত মোবাইল গ্রুপ যারা বেলারুশের বিরুদ্ধে যেকোনও উস্কানি এবং যেকোনও সামরিক পদক্ষেপ বন্ধ করতে প্রস্তুত,” তিনি দেশটির নিরাপত্তা পরিষদকে এ কথা বলেছেন।

এই সৈন্য সমাবেশকে ‘একটি প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন যা ‘দেশে [ইউক্রেনীয়] র‌্যাডিকাল এবং অস্ত্রের অনুপ্রবেশ রোধ করবে বলে মনে করেন লুকাশেঙ্কো। সূত্র: বিবিসি

LEAVE A REPLY