চাহিদার শীর্ষে উপন্যাস

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও উপন্যাস পাঠকদের দ্বারা বেশি সমাদৃত। মেলার গত ১৫ দিনের বিক্রির ইতিহাসে উপন্যাস শীর্ষস্থান ধরে রেখেছে। গতকাল মেলার ১৫তম দিন পর্যন্ত মোট বই প্রকাশ হয়েছে এক হাজার ৫২৪টি। এর মধ্যে উপন্যাসই রয়েছে ২১৭টি। ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, আমাদের এখানে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, অনুবাদ ও প্রবন্ধের বই থাকলেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। তরুণদের বড় একটি অংশ উপন্যাসের পাঠক। কথাপ্রকাশের ব্যবস্থাপক শেখ এ এম ইউনুস বলেন, বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে উপন্যাসই বেশি বিক্রি হচ্ছে। উপন্যাস পাঠকদের যেভাবে আকৃষ্ট করে অন্য কোনো বই সেভাবে পাওে না। পারিজাত প্রকাশনীর স্বত্বাধিকারী শওকত হোসেন লিটু বলেন, মেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যত বই বিক্রি করেছি তার মধ্যে উপন্যাসের পরিমাণ বেশি।

নাঈমুল রাজ্জাকের ‘নির্বাচিত গল্প : পার্ল পাবলিকেশন্স প্রকাশ করেছে নাঈমুল রাজ্জাকের গল্পের বই ‘নির্বাচিত গল্প’। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।মুবাশশিরাতাসনিমমৌমিতার ‘সোনারচুড়ি : পদ্মা প্রকাশ থেকে মেলায় এসেছে মুবাশশিরা তাসনিম মৌমিতার গল্পের বই ‘সোনার চুড়ি’। বইটি পাওয়া যাচ্ছে র‌্যামন পাবলিশার্সে। ৮০ পৃষ্ঠার এ বইটির দাম ১৫০ টাকা।

নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, গতকাল ১৫তম দিনে মেলায় নতুন বই প্রকাশ হয়েছে ৭১টি। এর মধ্যে গল্পের বই ১৫টি, উপন্যাস আটটি, প্রবন্ধ দুটি, কবিতা ১৯টি, গবেষণা তিনটি, ছড়া দুটি, শিশুসাহিত্য তিনটি, জীবনী চারটি, মুক্তিযুদ্ধ তিনটি, বঙ্গবন্ধু তিনটি, রম্য/ধাঁধা দুটি ও অন্যান্য সাতটি।

আলোচনা  সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : জামিলুর রেজা চৌধুরী’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল কাইয়ুম। আলোচনায় অংশ নেন মোহাম্মদ কায়কোবাদ, মাসুদুল হক এবং মুনির হাসান। সভাপতিত্ব করেন আইনুন নিশাত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়। দলীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’ এবং সাংস্কৃতিক সংগঠন ভয়েস অব আর্টিস্ট ফাউন্ডেশনের শিল্পীরা।

LEAVE A REPLY