আজ বিকেলে এফডিসির কার্যালয়ের সামনে জায়েদ খান।
দীর্ঘ এক মাস পর এফডিসিতে এলেন জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার পরের দিন ২৯ ও ৩০ জানুয়ারিতে জায়েদ খানকে দেখা যায় এফডিসিতে।
গত ৫ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। ফলে নিপুণ একককভাবে বিজয়ী হন এবং নিপুণকে সোহান বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
এ দিনের পর জায়েদ খানকে এফডিসিতে দেখা যায়নি।
আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
আদালত রায়ে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনী আপিল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি।
এই রায়ের পর প্রথমবারের মতো জায়েদ খানকে এফডিসিতে দেখা গেল। জায়েদ খান শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশের জন্য আসেন, তবে তালাবদ্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।
জায়েদ খানের উপস্থিতি টের পেয়ে গণমাধ্যমকর্মী ও সহশিল্পীরা উপস্থিত হন এফডিসিতে। তালাবদ্ধ থাকায় বেশ কিছুক্ষণ অভিনেতাকে আশপাশেই ঘোরাঘুরি করতে দেখা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত জায়েদ খানকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।