‘কাজল রেখা’ হতে এক বছর প্রস্তুতি নিয়েছেন মন্দিরা

মন্দিরা চক্রবর্তী

২০০৯ সালে ‘মনপুরা’ ছবির পরপরই গিয়াস উদ্দিন সেলিম ঘোষণা দিয়েছিলেন মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বানাবেন ‘কাজল রেখা’। এক যুগ পর অবশেষে এলো সেই ছবির ঘোষণা। এই ছবি দিয়েই অভিষিক্ত হবেন ‘সেরা নাচিয়ে’ মন্দিরা চক্রবর্তী। তাঁকে নিয়ে লিখেছেন রাকিব হাসান

শোবিজে এক দশক হতে চলল মন্দিরার।

২০১২ সালে চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’তে হয়েছিলেন দ্বিতীয় রানারআপ।  

এরপর মডেলিং করেছেন, অভিনয় করেছেন নাটক-টেলিফিল্মেও। যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মন্দিরা, প্রতিবারই বলেছেন চলচ্চিত্রে অভিনয় করতে চান।

kalerkantho

মডেলিং, নাটক-টেলিফিল্মে কাজ করার পর এবার চলচ্চিত্রে আসছেন মন্দিরা

এটিই তাঁর স্বপ্নের জায়গা। হ্যাঁ, প্রস্তাবও পেয়েছেন, কিন্তু যে ধরনের ছবি তিনি করতে চান তেমন প্রস্তাব পাননি।
কেমন ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন মন্দিরা? ‘ভণিতা না করে সরাসরিই বলি, সেলিম ভাইয়ের ছবিতেই অভিনয় করতে চেয়েছি। এখন হয়তো অনেকে বলবেন, সুযোগ পেয়েছি বলেই এমনটা বলছি। আসলে তা নয়’, বলেন মন্দিরা।

kalerkantho

মন্দিরাই হবেন গল্পের মূল চরিত্র কাজল রেখা

যে ‘মনপুরা’ ছবির কারণে ঢাকাই চলচ্চিত্রে বিশেষ জায়গা পেয়েছেন সেলিম, সেই ছবি হলে বসেই দেখেছিলেন মন্দিরা। এর কিছুদিন পরই শোবিজে আসেন মন্দিরা। গণমাধ্যমে তখনো সেলিম বারবার তাঁর স্বপ্নের ছবি ‘কাজল রেখা’ নির্মাণের কথা বলেছেন বারবার। সেসব চোখে পড়েছে মন্দিরারও।

একটা আশার আলো উঁকি দিয়েছিল তাঁর মনে। এক দশক পর সেই আশাই সত্যি হলো।

‘কাজল রেখা’ ছবিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মন্দিরা। বলেন, ‘আমি আমার স্বপ্নের মন্দির খুঁজে পেয়েছি। একাগ্রতা আর নিষ্ঠায় সিনেমার দেবতাকে তুষ্ট করবোই। শুধু আমিই না, আমার পরিবারের সবাই ভীষণ খুশি। আমার মা শুক্লা চক্রবর্তীর খুশিটা একটু বেশিই। কারণ আমার স্বপ্নের কথাটা তিনিও জানেন। ’

২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘কাজল রেখা’। প্রায় ৫০০ বছর আগে এই অঞ্চলের মেয়েদের বয়স ৯ হলেই তাকে বিয়ে দিতে হতো। কিন্তু কাজল রেখার বয়স যখন ৯ পূর্ণ হয়, তখন ভিন্ন এক পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনা নিয়েই সেলিমের স্বপ্নের এই ছবি।

মন্দিরাই হবেন গল্পের মূল চরিত্র কাজল রেখা। ছবির নায়ক শরিফুল রাজ, তাঁকে দেখা যাবে সুচ কুমারের চরিত্রে। গুরুত্বপূর্ণ অন্য চরিত্র কঙ্কন দাসি হবেন রাফিয়াত রশিদ মিথিলা। আরো আছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার প্রমুখ।

kalerkantho

মন্দিরা চক্রবর্তী

রাজ, মিথিলাসহ আরো যাঁরা অভিনয় করবেন, সবাই বেশ পরিচিত মুখ। একমাত্র মন্দিরাই কম পরিচিত মুখ। তবে এক মাস আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে প্রায় এক বছর ধরে পরিচালক গ্রুমিং করিয়েছেন মন্দিরাকে।

অন্য শিল্পীদেরও লুক টেস্ট করানো হয়েছে। ‘মাস দেড়েক আগে হঠাৎ সেলিম ভাই বললেন, তুমিই আমার কাজল রেখা, এটাই ফাইনাল। খুশিতে রীতিমতো আত্মহারা হয়ে পড়েছিলাম’, বলেন মন্দিরা।

kalerkantho

এক মাস আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হন মন্দিরা

এপ্রিলে নেত্রকোনার দুর্গাপুর, সিলেটের হাওর ও কক্সবাজারের সমুদ্রসৈকতে হবে শুটিং। এরই মধ্যে শুরু হয়েছে সেট নির্মাণের কাজ।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী মন্দিরা। প্রথমবার ‘কাজল রেখা’ দিয়ে চলচ্চিত্রে এলেও অভিনয়ে একেবারে নতুন নন। ওয়াহিদ আনামের নাটক ‘প্রতিযোগিতা’য় প্রথম অভিনয়। চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘শুকনো পাতার নূপুর’-এ অভিনয় করে নজর কাড়েন।

বিভিন্ন নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, আফরান নিশো, তাহসানসহ এই সময়ের জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই।

করেছেন মিউজিক ভিডিও। গানচিত্র ‘কলঙ্ক’তে প্রশংসিত হয়েছিল তাঁর উপস্থিতি।

LEAVE A REPLY