ছবি দিয়ে শিবানি জানালেন, মা হচ্ছেন না

ফারহান আখতার ও শিবানি দন্ডেকর

গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে সারেন ফারহান আখতার ও শিবানি দন্ডেকর। এর দিন দশেক যেতে না যেতেই শিবানির গাউন পরা এক ছবি ভাইরাল অন্তর্জালে। ছবিতে নববধূর পেট একটু বেশি ফোলা লেগেছে অনেকের চোখে। সেটাকে শিবানির বেবি বাম্প ধরে নিয়ে অনেকেই অভিনন্দন জানাতে থাকেন।

kalerkantho

এই ছবি দিয়ে মা হওয়ার জল্পনায় জল ঢেলে দেন শিবানি

বিয়ের পরেও শিবানী কয়েকটি ছবি পোস্ট করেছিলেন স্বামীর সঙ্গে। সেই ছবিতেও তাঁর পেটের একটি অংশ ফোলা লেগেছে কারো কারো কাছে।  

তবে মা হওয়ার গুঞ্জনে জল ঢেলে দিলেন শিবানী। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও দিয়েছেন। বাথরুমে ধারণ করা ভিডিওতে বিকিনি, টপ ও কালো হাফ প্যান্ট পরা শিবানির পেট উন্মুক্ত ছিল। বেবি বাম্পের চিহ্নমাত্র নেই।

kalerkantho

বিয়ের এই ছবি প্রকাশের পর থেকেই শিবানির মা হওয়ার গুঞ্জন রটে

ভিডিও বার্তায় শিবানি বলেন, ‘মহিলা আমি। অন্তঃসত্ত্বা নই। পেটে তখন টেকিলা ছিল। ’ পাশে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

LEAVE A REPLY