এফডিসিতে মা সুচরিতার সঙ্গে মেয়ে স্নেহা

মা সুচরিতার সঙ্গে মেয়ে স্নেহা

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। যার ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানই থাকছেন।  

জায়েদ খান রায় পেয়েই এফডিসিমুখী হন। এরপর একে একে প্যানেলের নির্বাচিত-অনির্বাচিত অনেকেই এফডিসিতে আসেন।

এদিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন অভিনেত্রী সুচরিতা।  প্রথমবারের মতো মা-মেয়েকে একসঙ্গে ক্যামেরার ফ্রেমে ধরা সম্ভব হয়।  

সুচরিতার মেয়ের নাম স্নেহা। স্নেহা জানান, তিনি পড়ালেখা করেছেন দেশের বাইরে। বর্তমানে রাজধানীর বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান।

সুচরিতা এবার জায়েদ খানের প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এত দিন নির্বাচন নিয়ে কথা না বললেও বুধবার মুখ খুলেছেন। অভিনেত্রী নিপুণ সম্পর্কে বলেছেন, ‘সে চিত্রনায়িকা? নায়িকা হিসেবে ভিত্তিই তো করতে পারেনি এখনো। সে সমিতি চালাবে? কে সমিতি চালাবে? সে জানে কী সমিতির? এখন সন্দেহ আছে, থাকব কী না চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। ’

শিল্পী সমিতির কার্যালয়ে তালা লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুচরিতা। তিনি বলেন, ‘আট বছর বয়স থেকে অভিনয় শুরু করেছি। শাবানা ম্যাডাম সেটে সকাল ৮টায় আসবেন বলে আমি এফডিসিতে ৪টায় এসে বসে থাকতাম। সেই সুচরিতা, আমি শিল্পী সমিতির বাইরে বসে থাকব? তারা বলে শিল্পীদের সেবা করবে! আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ শিল্পী না? কী অসভ্যতা? আমরা অসভ্য হয়ে গেছি শিল্পীরা! শিল্প সৃষ্টি করব কিভাবে আপনারা বলেন। ’

LEAVE A REPLY