‘কোহলির পক্ষেই শচীনের রেকর্ড ভাঙা সম্ভব’

ক্যারিয়ারের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলি। গত দুই বছর ধরে অফফর্মে থাকলেও এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭০। শচীনের রেকর্ড স্পর্শ করতে গেলে আরও ৩০টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে। বেশিরভাগ মানুষই মনে করেন, কোহলির জন্য ৩০ সেঞ্চুরি করা কোনো ব্যাপার না।

কিন্তু সাম্প্রতিক ফর্মহীনতায় অনেকের মনে সন্দেহও জেগেছে।

ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী অবশ্য কোহলিকে নিয়ে চরম আশাবাদী। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর ধরে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পায়নি। নাহলে সংখ্যাটা আরও বেশি থাকত। এরপরও তার তিন ফরম্যাটেই গড় পঞ্চাশের ওপর। এটাই প্রমাণ করে, সে কত বড় ব্যাটসম্যান। যখন বড় রান করেছে, কী অসাধারণ ধারাবাহিকতায় করেছে! যে মুহূর্তে পুরনো ফর্মে ফিরবে, আবার টগবগে ঘোড়ার মতো ছুটবে। ‘

শাস্ত্রী আরও বলেন, ‘কোহলি যেরকম ফিট, যেরকম পরিশ্রম করে, যেভাবে আবেগ আর হৃদয় দিয়ে ক্রিকেট খেলে, তাতে আরও অন্তত পাঁচ বছর হেসেখেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবে। পাঁচ বছর খেললে অনেক রেকর্ডই সে ভেঙে দেবে। আমি মনে করি, কোহলির পক্ষেই শচীনের রেকর্ড ভাঙা সম্ভব। আমি আরও একটা কারণে কোহলির উপরে বাজি ধরছি। তার ইতিবাচক মানসিকতা। তার অভিধানে “অসম্ভব” বলে কোনো শব্দ নেই। ‘

LEAVE A REPLY