ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার হামলার অষ্টম দিন চলছে। ইতিমধ্যে দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খারসনের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আবারও সাহসী কিছু কথা বললেন।
ভোলোদিমির জেলেনস্কি প্রতিজ্ঞা করেছেন, তাঁর দেশ পুনর্গঠিত হবে।
রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতেও বলেছেন তিনি।
তিনি আরো বলেছেন, ‘এমনকি আপনি যদি আমাদের সমস্ত ইউক্রেনীয় ক্যাথেড্রাল এবং গির্জা ধ্বংস করেন, আমাদের বিশ্বাস ভাঙতে পারবেন না। ইউক্রেন, ইউক্রেনের মানুষ এবং সৃষ্টিকর্তার প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস রয়েছে। ‘
ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা এবং প্রতিটি শহর পুনরায় গড়ে তুলব। ‘
তিনি বলেছেন, “আমরা রাশিয়াকে বলছি, ‘প্রতিশোধ’ এবং ‘অবদান’ শব্দগুলো শিখুন। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের প্রতিটি ইউক্রেনীয়ের বিরুদ্ধে যা করেছেন, সে জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। “
সূত্র : বিবিসি।