পুতিনের সাথে সরাসরি আলোচনার কথা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় আমার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা। খবর বিবিসির।

এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমার সঙ্গে বসুন, তবে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মত ৩০ মিটার দূরে নয়।’ গত মাসে এক লম্বা টেবিলের দু’প্রান্তে বসে দুই নেতার বৈঠকের প্রতি ইঙ্গিত করেই জেলেনস্কি এ কথা বলেন।তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি তাকে যুদ্ধবিমান পাঠানোরও আহ্বান জানান। জেলেনস্কি বলেন, আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’

LEAVE A REPLY