দর্শক পছন্দের শীর্ষে ওপার বাংলার সিরিয়াল ‘গাঁটছড়া’

গাঁটছড়া’ এ সপ্তাহেও দর্শক পছন্দের শীর্ষে

এ সপ্তাহেও ‘মিঠাই’কে পেছনে ফেলে প্রথম স্টার জলসার ‘গাঁটছড়া’। বৃহস্পতিবার প্রকাশিত হয় ওপার বাংলার সিরিয়ালের টিআরপি রেটিং।  জরিপ বলছে, আপাতত ‘গাঁটছড়া’য় বুঁদ দর্শকরা।  

১০.২ নম্বর ‘গাঁটছড়া’র ঝুলিতে।

৯.৫ পেয়ে দ্বিতীয় ‘আলতা ফড়িং’। তৃতীয় স্থানে টানা কয়েক মাস ছোট পর্দায় রাজত্ব করা ‘মিঠাই’। নম্বর ৯.১।  

kalerkantho

‘গাঁটছড়া’য় অভিনয় করেছেন শোলাঙ্কি রায়

অনেক দর্শক মনে করেন, মিঠাই-সিদ্ধার্থের ভোল বদল, পাহাড়ে মধুচন্দ্রিমা তাদের পছন্দ হয়নি। সে জন্য জরিপে নিচে নেমে গেছে সিরিয়ালটি।  

kalerkantho

‘মিঠাই’ ধারাবাহিকের একটি দৃশ্য

৮.৩ পেয়ে চতুর্থ স্থানে ‘ধুলোকণা’। লালন-ফুলঝুরির গল্পও একইভাবে আকর্ষণ করছে দর্শকদের। ৮.২ পেয়ে পঞ্চম স্থান দখলে রেখেছে দুই ধারাবাহিক। ‘আয় তবে সহচরী’ এবং ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে পড়েছে ‘মন ফাগুন’। তার ঝুলিতে ৮.১।

টিআরপি অনুযায়ী, ৬৯০ পেয়ে এ সপ্তাহেও প্রথম স্থানে স্টার জলসা। জি বাংলার নম্বর ৫০২।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY