অণিমা রায়অ
কভিড পরিস্থিতির দুই বছর পর রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের একক সংগীতানুষ্ঠান হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। গান ও কিছু প্রাসঙ্গিক কথামালা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
এটি আয়োজন করছে ‘আমরা সূর্যমুখী’ সংগঠন।
অণিমা রায় বলেন, ‘দীর্ঘ প্রায় দুই বছর তো আমরা করোনার জন্য ঘরবন্দি ছিলাম। এর মাঝে আমি আমার বাবাকেও হারালাম। অনেকেই নিটকাত্মীয় হারিয়েছেন। নতুন করে বাঁচার এক চেষ্টাই যেন এই উদ্যোগ। সেই প্রাণসঞ্চারটাই করতে চাই এবারের একক অনুষ্ঠানে। আর এবারের আয়োজনটি মূলত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে। তাই কয়েক ভাগে সাজিয়েছি গানের পর্ব। ’
অনুষ্ঠানের আয়োজনক ‘আমরা সূর্যমুখী’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম বলেন, ‘রবীন্দ্রনাথের গান নিয়ে দীর্ঘদিন যাবৎ এক শুদ্ধতম চর্চা করে যাওয়া শিল্পীর নাম অণিমা রায়। এর আগেও তাকে নিয়ে আমরা আয়োজন করেছি। কিন্তু এখন এক পরিণত অভিজ্ঞ শিল্পীর একক অনুষ্ঠান আমরা উপহার দিতে যাচ্ছি। আশা করি, এই সুরের সন্ধ্যাটি সবার জন্য উপভোগ্য হবে। ’