আজ মোহালিতে ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতের পাঞ্জাবের মোহালিতে আজ শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়েই দেশের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব স্পর্শ করলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আনুশকার সঙ্গে জীবনের জুটি মিলে যাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন বিরাট
বিশেষ এই মালইফলক স্পর্শ করায় কোহলিকে বিশেষ সম্মাননা দেয় দল। যেখানে হাজির ছিলেন কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাও।
তবে তাঁর সরাসরি মাঠে হাজির হওয়া নিয়ে সমালোচনাও করছেন অনেকে। কভিডের মধ্যে টিমের বাইরের একজনের মাঠে হাজির হওয়া ঠিক হয়েছে কি না এই প্রশ্ন অনেকের।

ঝুলনের বায়োপিকে এই লুকেই দেখা যাবে আনুশকাকে
এদিন হাজির ছিল কোহলির পরিবারও। তবে তারা মাঠে নামেননি, ছিলেন গ্যালারিতে। ১০০তম টেস্ট খেলার প্রতিক্রিয়ায় আনুশকাকে প্রশংসায় ভাসান কোহলি, ‘সে আসার পর আমার জীবন ইতিবাচকভাবে বদলে গেছে। এমন একজন জীবনসঙ্গী পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ’

ঝুলনের বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আনুশকা
এদিকে আনুশকা নিজেও এখন ক্রিকেটার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বাস্তবে নয়, পর্দায়। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে তাকে।
ছবি : এএফপি ও ইনস্টাগ্রাম।