ফকির আলমগীর। ছবি : সংগৃহীত।
বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নামে রাজধানীর একটি সড়কের নামকরণ করা হয়েছে। খিলগাঁও এলাকার চৌধুরীপাড়া ৬ নম্বর সড়কের নাম এখন থেকে ‘ফকির আলমগীর সড়ক’। এটি বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সড়কের নামফলকের ছবি।
ইতোমধ্যে সড়কে নামফলক বসানো হয়েছে। বাবার নামে সড়কের নামকরণ করায় আনন্দিত মাশুক আলমগীর। তিনি বলেন, ‘বাবাকে সম্মান জানানোর দারুণ এক উদ্যোগ। আমার পরিবার ও পরিজন এই সম্মানে আবেগাপ্লুত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় আতিকুল ইসলাম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। এই এলাকা ঘিরে বাবার অনেক স্মৃতি ছিল। তিনি এখানে জীবনের অনেক সময় কাটিয়েছেন৷ এখানকার মানুষও তাঁকে সম্মান করতেন৷ সেখানে বাবার নামে সড়ক, ভাবতেই ভালো লাগছে। ’
গত বছরের ২৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই গণসংগীতশিল্পী। তাঁর গান ও কর্ম রয়ে গেছে এদেশের মানুষের অন্তরে অন্তরে। দেশের স্বাধীনতা ও সংস্কৃতিচর্চায় ফকির আলমগীরের অবদানের জন্য ফকির আলমগীর চিরদিন স্মরণীয় এবং বরণীয়। দীর্ঘ জীবনে তিনি অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।