সাকিবের নায়িকা হতে রাজি পরীমনি

শিরোনাম দেখে অনেকেই চমকে উঠতে পারেন। সিনেমার সুপারস্টার শাকিব খানের নামের বানানটি ‘শ’ দিয়ে শুরু। আর ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানের নাম শুরু ‘স’ দিয়ে। তাহলে কি শিরোনামে ভুল? মোটেও নয়।

সিনেমার সাকিব নন, বরং ক্রিকেটার সাকিবের নায়িকা হতে চান জনপ্রিয় অভিনেত্রী পরিমনী। সাকিব বহু দিন ধরে বিজ্ঞাপনে অভিনয় করলেও নাটক-সিনেমা করেননি এখনো। তাহলে কি পরীমনির সঙ্গে শুরু হবে সাকিবের বড় পর্দার ক্যারিয়ার?

বিষয়টা আসলে একটু ভিন্ন। অনেকদিন ধরেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক তৈরির আলোচনা শোনা যাচ্ছে।  সর্বশেষ গত পাকিস্তান সিরিজের সময় মিরপুর শেরে বাংলার প্রেসবক্সে গিয়ে এমন একটা ঘোষণা দিয়েছিলেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী। পরবর্তীতে এক সাক্ষাতকারে সাকিব জানান, এমন কোনো বায়োপিক হলে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করতে চান। আর আজ পরীমনি বললেন, তিনি সাকিবের বায়োপিকে নায়িকা হতে রাজি!

তার মানে সাকিবের সহধর্মীনি উম্মে আহমেদ শিশিরের ভূমিকায় দেখা যেতে পারে পরীমনিকে। শুক্রবার মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ‘মুখোশ’ এর প্রচারে আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন মিরপুর শেরে বাংলায় এসেছিলেন পরীমনি। যদিও তিনি ফুটবলভক্ত এবং ক্রিকেট মাঠে এই প্রথম এলেন। প্রেসবক্সে তাকে প্রশ্ন করা হয় সাকিবের বায়োপিক নিয়ে। জবাবে পরীমনি বলেন, ‘সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই করব। ‘

LEAVE A REPLY