‘জাভির চেয়ে আমি কম সময় পেয়েছি’- দাবি কোম্যানের

গত বছরের অক্টোবরে টানা ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে বার্সেলোনা ছাড়েন রোনাল্ড কোম্যান। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সাবেক বার্সেলোনা ফুটবলার জাভি হার্নান্দেসকে। বার্সেলোনার সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যান দাবি করেছেন বার্সেলোনায় থাকা অবস্থায় তাকে খুব বেশি সময় দেওয়া হয়নি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ জাভিকে তার থেকে বেশি সময় দিয়েছে।

নেদারল্যান্ডস ভিত্তিক পত্রিকায় এক সাক্ষাতকারে এমনটা জানিয়েছেন কোম্যান। জাভির মতো তাকে যথেষ্ট সময় না দেওয়ায় হতাশ কোম্যান বলেন,’বার্সেলোনা নতুন কোচ জাভিকে যতটা সময় দিয়েছে তা আমাকে দেয়নি। সে সময় একাধিক ইনজুরি আক্রান্ত ফুটবলারকে নিয়ে আমি কাজ করেছি। এখন পেদ্রি, দেম্বেলে শতভাগ ফিট হয়ে ফিরেছে। আপনি দেখতে পাচ্ছেন এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। ‘

এই ডাচ কোচের অধীনে ৬৭টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। জিতেছে ৩৯টি, ড্র ১২ ম্যাচে এবং হার ১৬টিতে। বার্সেলোনাকে ২০২০-২১ মৌসুমের কোপা দেলরে জিতিয়েছিলেন রোনাল্ড কোম্যান।

LEAVE A REPLY