প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের

এএইচএফ কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বিকেএসপিতে নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ হকি দল। অনুশীলনের পাশাপাশি বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছেন জিমি-আশরাফুলরা। বিকেএসপিকে ৪-০ গোলে হারিয়েছেন তারা।  

আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এএইচএফ কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সারোয়ার হোসেন এবং তার সহকারী হিসেবে থাকবেন গোলরক্ষক আবু সাইদ নিপ্পন।

LEAVE A REPLY