ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন লিটন দাস।
টানা আট ম্যাচ হারের পর টি-টোয়েন্টিতে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল। লক্ষ্য ছিল ১৫০ থেকে ১৬০ রানের মাঝে একটি সংগ্রহ গড়ার। শেষ পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৫।
যাতে ৪৪ বলে ৬০ রান করা লিটনের অবদানই সবচেয়ে বেশি। আফিফের ২৫ রান ছাড়া কেউ বিশের ঘরও ছাড়াতে পারেননি!


ব্যাট হাতে দুই তরুণ লিটন-আফিফ ভালো করার পর বল হাতে ঝলসে ওঠেন এ প্রজন্মের নাসুম আহমেদ, শরীফুল ইসলাম। সিনিয়রদের মাঝে সাকিব ১৮ রানে ২ উইকেট নেন। মূলত তরুণদের পারফরম্যান্সেই এই জয়টা পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে স্বাগতিকদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন আফসোস করেন সাকিব আর মাহমুদ উল্লাহর আউট নিয়ে। ওই সময় তারা আউট না হলে বাংলাদেশের স্কোর আরো ২০ রান বেশি হতে পারত।
লিটনের ভাষায়, ‘আমার মনে হয়, খুব ভালো উইকেট ছিল আজ। যদি আমরা আরেকটু স্মার্ট ব্যাটিং করতে পারতাম তাহলে আরো ২০টা রান বেশি হতো। কারণ, দেখেন আমি আর সাকিব ভাই যখন একটা মোমেন্টাম পেলাম, সাকিব ভাই আউট হয়ে গেল। এরপর আমি আর রিয়াদ ভাই যখন মোমেন্টাম পেলাম, রিয়াদ ভাই আউট হয়ে গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন একটা মোমেন্টাম পাওয়া যায় সেটা ধরে রেখে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি মোমেন্টাম ধরতে পারতাম তাহলে ১৭০ বা এর বেশি রান হতো। তো আমি মনে করি উইকেট খুব ভালো ছিল। ‘