জুম্মনের ভাই জুবেলও চলে গেলেন

২০১৫ সালে মাসেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন জুম্মন লুসাই।  কাল না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাঁর ছোট ভাই জুবেল লুসাই। দুজন একই সঙ্গে আবাহনীর হয়ে হকি খেলেছিলেন।

জুম্মন হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক তারকা।

জুবেল ততটা খ্যাতি না পেলেও হকির পারিবারিক ঐতিহ্যটা ঠিকই ধরে রেখেছিলেন। খেলেছিলেন মোহামেডানেও। কাল ৫৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বোন মারিয়ান চৌধুরী বলেন, ‘নেত্রকোনার বিরিশিরিতে শ্বশুরবাড়িতে ছিল জুবেল। রাতে হঠাৎই অসুস্থ বোধ করে। এরপর ওষুধও খেয়েছিল; কিন্তু লাভ হয়নি। ও আমাদের ছেড়ে চলে গেছে। ’

জুম্মন-জুবেলরা ছিলেন ছয় ভাই, একটিমাত্র বোন। ছয় ভাইয়ের তিনজনই না-ফেরার দেশে। ডনডন লুসাই মারা গেছেন বেশ কয়েক বছর আগে। হকি খেলেছেন সবাই। মোহামেডানে খেলা রামা লুসাইও ছিলেন তাঁদের আত্মীয়। লুসাই পরিবারের সব খবরাখবর মিলত জুবেলের কাছেই। ২০১৫-তে জুম্মন যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালের করিডরে দাঁড়ানো জুবেলের সেই বিপন্ন মুখ ভোলার নয়। আজ তিনিও সঙ্গী হলেন ভাইয়ের।

LEAVE A REPLY