ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। ফুটবল বিশ্বের ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ান ফুটবল ইউনিয়ন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ফিফা ও উয়েফার বিরুদ্ধে তারা একটি মামলা দায়ের করবে।
তাদের দাবি, রাশিয়ার পুরুষ এবং মহিলা জাতীয় দলকে প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হোক। পুরুষ দল যেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারে এবং নারী দল ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারে।
বিবৃতিতে রাশিয়ান ফুটবল ইউনিয়ন বলেছে, ‘আমাদের বিশ্বাস যে, ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তে আইনি কোনো ভিত্তি ছিল না। ‘