জামালে নমনীয় রেফারিরা

রেফারিদের আঘাত করে কিছু বলতে চাননি বলে আগের দিনই দুঃখ প্রকাশ করেছিলেন জামাল ভূঁইয়া। লিগের সপ্তম রাউন্ড শুরুর আগে রেফারিরাও তাঁর কথা মেনে নিয়েছেন। ফলে সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ করতে তাঁদের আর আপত্তি নেই।

রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেছেন, ‘রেফারিরা বিভিন্ন ইস্যুতে আজ বসেছিল জেনেছি।

জামালের দুঃখ প্রকাশটাও তাঁরা মেনে নিয়েছেন। দুই পক্ষকেই এ জন্য ধন্যবাদ। সপ্তম রাউন্ডের খেলার জন্য এর মধ্যে আমরা দায়িত্বও বণ্টন করে দিয়েছি। ’

তবে জানা গেছে রেফারিদের ওই সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও রেফারিজ ডিপার্টম্যান্টের প্রধান আজাদ রহমানের রেফারিদের নিয়ে করা মন্তব্যের ব্যপারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বাফুফে সভাপতি এক সাক্ষাৎকারে রেফারিদের সম্মানী তিনশো গুণ বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন। আজাদ রহমান নিজেও এক সাক্ষাৎকারে বর্তমান রেফারিদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ। রেফারি প্রধান হিসেবে তিনি সেটা করতে পারেন না বলে মনে করছেন রেফারিরা।

LEAVE A REPLY