ছবিতে দেখুন ‘কিং কোহলি’র শততম টেস্টের কিছু মুহূর্ত

বিরাট কোহলির শততম টেস্ট উদযাপনে মোহালির গ্যালারি ছিল রঙিন। ছবি : এএফপি, টুইটার

শততম টেস্টে মাঠে নেমেছেন বিরাট কোহলি।  বিগত দুই বছর ধরে যিনি নিজের সেরা ফর্মে নেই। এই সময়ের মাঝে কোনো সেঞ্চুরি পাননি। আজও আউট হয়েছেন ৪৫ রান করে।

যদিও শততম টেস্টে সেঞ্চুরি করতে তিনি দ্বিতীয় ইনিংসেও সুযোগ পাচ্ছেন। মোহালিতে কোহলির শততম টেস্ট ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখে নিন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের শততম টেস্টের মুহূর্তগুলো।  

kalerkantho
kalerkantho

ম্যাচ শুরুর আগে কোহলির হাতে স্মারক তুলে দেন হেড কোচ রাহুল দ্রাবিড়।  ছবি : এএফপি 

kalerkantho

এসময় মাঠে উপস্থিত ছিলেন কোহলির সহধর্মীনী আনুশকা শর্মা।  ছবি : এএফপি 

kalerkantho

দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন কোহলি।  ছবি : এএফপি 

kalerkantho

গ্যালারিতে উপস্থিত ছিলেন কোহলির পরিবারের সদস্যরা।  ছবি : এএফপি 

kalerkantho

গ্যালারিতে কোহলির এক ভক্ত।  ছবি : এএফপি 

kalerkantho

৭১ তম আন্তর্জাতিক সেঞ্চুরির অপেক্ষায় ভক্তরা, যদিও আজ কোহলি তা পাননি।  ছবি : এএফপি 

kalerkantho

নানারকম সাজপোশাক নিয়ে কোহলিকে অভিনন্দন জানাতে এসেছেন ভক্তরা।  ছবি : এএফপি 

kalerkantho

কোহলির নামাঙ্কিত গেঞ্জি পরে এসেছেন এই ভক্ত।  ছবি : এএফপি 

kalerkantho

এই ভক্ত রীতিমতো কোহলির পরিসংখ্যান প্ল্যাকার্ডে লিখে মাঠেএসেছেন।  ছবি : এএফপি 

kalerkantho

কোহলির একদল ভক্ত।  ছবি : এএফপি 

kalerkantho

শততম টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নামেন কোহলি।  ছবি : এএফপি 

kalerkantho

বাইশ গজে দেখা যায় কোহলির ব্যাটিং ঝলক।  ছবি : এএফপি 

kalerkantho

তবে ইনিংস বড় করতে পারেননি কোহলি, ফিরেছেন মাত্র ৪৫ রান করে।  ছবি : এএফপি 

সেঞ্চুরি না পেলেও কোহলির প্রতি কারও ভালোবাসাই

LEAVE A REPLY