ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে আগুন লেগেছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র এটি। পারমাণবিক কেন্দ্রে রুশ হামলার জেরে আগুন লাগার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি সহায়তা চেয়েছেন।
পারমাণবিক কেন্দ্রে আগুন লাগার আগে ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছিলেন।
তিনি বলেছেন, ‘ইউরোপীয়রা, দয়া করে জেগে উঠুন। ‘
মার্কিন জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যান হোম টুইট করে জানিয়েছেন, তিনি ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সমস্যা মোকাবেলা টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন পারমাণবিক অস্ত্রভাণ্ডারের তত্ত্বাবধানকারী গ্র্যানহোম বলেন, ‘কেন্দ্রটির কাছে রাশিয়ার সামরিক তৎপরতা বেপরোয়া এবং অবশ্যই তা বন্ধ করা উচিত। ’ জ্বালানি মন্ত্রী আরো বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রটির চুল্লিগুলো শক্তিশালী কাঠামো দিয়ে সুরক্ষিত এবং চুল্লিগুলো নিরাপদে বন্ধ করা হচ্ছে। ’
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কথা হয়েছে। পারমাণবিক ক্রেন্দ্রে বিকীরণের মাত্রার কোনো পরিবর্তন সনাক্ত করা যায়নি। তবে ক্রমাগত রুশ হামলার জেরে পারমাণবিক কেন্দ্রটি নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়ে গেছে।
সূত্র: বিবিসি।