জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ হামলায় আগুন লাগার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
পারমাণবিক কেন্দ্রটিতে হামলার নিন্দা করেছেন তিনি। ‘অবিলম্বে হামলা বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় (কানাডার) অর্থমন্ত্রী এবং আমি এইমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বললাম।
রাশিয়ার অগ্রহণযোগ্য এই আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।
জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সমস্যা মোকাবেলা টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যানহোম।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কথা হয়েছে। জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরও তিনি সাধারণ নাগরিকদের তাঁদের নিজ নিজ দেশের নেতাদের সতর্ক করে দেওয়ার আহ্বান জানান।
বিবিসি ইউক্রেনীয় বলছে, এনারগোদার মেয়র দিমিত্রো অরলভ একটি সম্প্রচারক মাধ্যমকে বলেছেন, পারমাণবিক কেন্দ্রটির কাছে চলা যুদ্ধ থেমেছে। কেন্দ্রটির কাছে কয়েক ঘণ্টা ধরে ভারী গোলাবর্ষণ চলছিল।
ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তাদের মতে, গোলাগুলির কারণে পরমাণু কমপ্লেক্সটির একটি ভবনের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন ধরে যায়।
সূত্র: বিবিসি