চেরনিহিভে রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

ইউক্রেনের আবাসিক শহর চেরনিহিভে রাশিয়ার বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, অন্তত ৪৭ জন নিহত হয়েছে।

স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছে, অতিমাত্রায় গোলা বর্ষণের কারণে সেখানে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর গত নয় দিনে ওই অঞ্চলে মোট ১৪৮ জন নিহত হয়েছে।

তাঁদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহরটিতে তিন লক্ষাধিক মানুষের বসবাস। রাশিয়া ও বেলারুশ সীমান্তের নিকটবর্তী শহর এটি।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY