পারমাণবিক কেন্দ্রে হামলা, রাশিয়ার নিন্দায় সরব বিশ্বনেতারা

জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ হামলায় আগুন লাগার ঘটনায় মস্কোর কঠোর নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ ধরনের বেপরোয়া হামলা প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পারমাণবিক কেন্দ্রটিতে হামলার নিন্দা করেছেন তিনি।

  ‘অবিলম্বে হামলা বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন তিনি।

জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় (কানাডার) অর্থমন্ত্রী এবং আমি এইমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বললাম। রাশিয়ার অগ্রহণযোগ্য এই আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কথা হয়েছে। মস্কোকে অবিলম্বে জাপোরিঝিয়ার আশপাশে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনে রুশ হামলা জো বাইডেন গভীরভাবে পর্যেবক্ষণ করছেন বলে জানিয়েছে হোয়াই হাউস।

এদিকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরও তিনি সাধারণ নাগরিকদের তাঁদের নিজ নিজ দেশের নেতাদের সতর্ক করে দেওয়ার আহ্বান জানান।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY