আগে ও পরের ছবিতে ইউক্রেনে রুশ হামলার প্রভাব

কিয়েভে ক্ষতিগ্রস্ত একটি ভবনের আগের ও পরের ছবি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটিতে রাশিয়ার আক্রমণ শুরুর আগে ও হামলার পরের ছবিগুলোতে সেই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ইউক্রেনের আবাসিক শহর চেরনিহিভে রাশিয়ার বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, অন্তত ৪৭ জন নিহত হয়েছে।

স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছে, অতিমাত্রায় গোলা বর্ষণের কারণে সেখানে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে।   

স্থানীয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর গত নয় দিনে ওই অঞ্চলে মোট ১৪৮ জন নিহত হয়েছে।

kalerkantho

কিয়েভের দখল এখনো রুশ বাহিনীর হাতে যায়নি। তবে কিয়েভ শহরে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশরা। গত শনিবার কিয়েভের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

কিয়েভ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের উত্তর-পশ্চিমের ইরপিন শহরে গত সপ্তাহে রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে মুখোমুখি লড়াই বেঁধেছে।

ওই এলাকায় গোলা বর্ষণ এবং বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক বেশ কিছু ভবনও ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

kalerkantho

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ হামলার জেরে আগুন লেগেছে।   এ ঘটনায় রাশিয়ার নিন্দা করেছেন বিশ্বনেতারা। কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা মস্কোর নিন্দা করে বক্তব্য দিয়েছেন।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY