মেটঅপেরা থেকে সরে গেলেন পুতিনের ঘনিষ্ঠ শিল্পী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের সমর্থন বজায় রাখলেন দেশটির অপেরাশিল্পী আন্না নেত্রেবকো। তাই তিনি আমেরিকার মেট্রোপলিটন অপেরার (সংক্ষেপে মেটঅপেরা) সামনের অনুষ্ঠান থেকে সরে গেলেন। 

মেটের জেনারেল ম্যানেজার পিটার গেলব গত রবিবার বলেছিলেন, পুতিনকে সমর্থনকারী শিল্পীদের নিযুক্ত করবে না মেট। এরপরই সরে গেলেন আন্না নেত্রেবকো। তার সরে যাওয়া নিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে মেটের জেনারেল ম্যানেজার পিটার গেলব বলেন,‌ ‌‘এটি মেট ও অপেরার জন্য একটি শৈল্পিক ক্ষতি। আন্না মেটের ইতিহাসের অন্যতম সেরা গায়ক, কিন্তু পুতিন ইউক্রেনে নির্দোষ মানুষদের হত্যার ঘটনায় তার (আন্না) সঙ্গে এগিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না।’

নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট একজন জানান, মেট গত কয়েক দিনে পুতিনকে প্রত্যাখ্যান করার জন্য নেত্রেবকোকে রাজি করার চেষ্টা করে। কিন্তু তারা বারবার প্রচেষ্টার ব্যর্থ হয়। 

কিন্তু আন্না বলেন, তিনি এই যুদ্ধের বিপক্ষে, তবে পুতিনের সমর্থন বজায় রাখবেন। 

ক্রাসনোদারের ৫০ বছর বয়সী নেত্রেবকো ২০৮৮ সালে পুতিনের কাছ থেকে পিপলস আর্টিস্ট অব রাশিয়া সম্মান পেয়েছিলেন। 

সূত্র : দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY